Daily archive

April 16, 2017

তৃষ্ণা ও ইবনে সিনা

অথোর- টপিক- /হাইলাইটস

ইবনে সিনা কি সত্যিই বাল্যকালে ডাক্তার হতে চেয়েছেন? এমন প্রশ্নের উত্তরে ইতিহাস তার জীবন সম্পর্কে যেসব তথ্য উগড়ে দেয়, তা থেকে মনে হয় না যে, চিকিৎসা শাস্ত্র তাকে কোনোরূপ সম্মোহিত করেছিলো, অন্তত তৃষ্ণার্ত হৃদয় যতদিন বেঁচে ছিলো, তত দিন নয়। তবে হয়তো খ্যাতিই তাকে এ বিষয়ে সিংহভাগ সময়ে উদ্বুদ্ধ করেছে।


নিরীক্ষা অনেক তথ্য উস্কে দেয়। হতে পারে হোসাইনের সঙ্গে ক্ষমতার সম্বন্ধ আছে, ধর্মেরও আছে। ধর্মের সঙ্গে কি বিজ্ঞানের সংঘর্ষ আছে ? থাকাটা সম্ভব ? — এ এক আজগুবি প্রশ্ন। তবু জেগে ওঠে। গবেষণা কি অধর্মকে গুরুত্ব দেয়? প্রবৃত্তি যে মানুষকে কত সাত-সতেরর কূলে নিয়ে যায়, বোঝা দায়। কৃষ্ণাঙ্গ বারাক হোসাইন যেমন এ সময় ক্ষমতার জোরে দাপিয়ে বেড়াচ্ছেন, যদিও সেই শব্দটাকে লুকিয়ে ফেলতে হয়েছে। মধ্যযুগে সেরকম আরেক হোসাইন বিশ্বকে তোলপাড় করে দিয়েছিলেন। অনেকগুলো সাজুয্যের ফলেই বিষয়টা আলোচনায় আনা হলো। কৃষ্ণাঙ্গ কেন তার নামের মধ্যাংশ থেকে হোসাইন শব্দটাকে ছেটে ফেললেন ? ক্ষমতার জন্য, নাকি ধর্মের ছোঁয়া থেকে বাঁচতে ? আর মধ্যযুগের সেই আলোড়ন তোলা ব্যক্তিত্বইবা কেন হোসাইন নামে পরিচিত হলেন না, ধর্ম আর ক্ষমতা কাঁধে কাঁধে মিলিয়ে ছিলো— তারপরও? তবুও তো আজো, হাজার বছর পরেও কিংবদন্তির প্রতীক হয়ে প্যারিস ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছে মধ্যযুগের ধার্মিক হোসাইন, হোসাইনের ভাস্কর্য-মূর্তি, অথবা হোসাইনের অবদান আর কীর্তি। যারা তাকে ডাকে ‘এভি সিনা’ (Avicenna) নামে। আমরা বলি ইবনে সিনা। ইতিহাসও তাকিয়ে দেখেছে— আঁধার পথে কৃষ্ণাঙ্গ কতদূর যেতে পারে।

হতে পারে আরব্য রীতিতে তার পুরো নাম আবু আলী হোসাইন ইবনে আব্দুল্লাহ আল হাসান ইবনে আলী ইবনে সিনা। সে বিবেচনায় হোসাইনের প্রপিতামহ হলেন সিনা। পারস্যেও এভাবে পূর্বপুরুষের সঙ্গে সংযোগ রাখার নজির আছে বটে। তাই হয়তো তিনি সে যুগে ইবনে সিনা হিসেবে প্রসিদ্ধি পেতে স্বাচ্ছন্দ বোধ করেছিলেন। যদিও ইতিহাস এ বিষয়ে মুখ ফুটে কথা কয় নি। কিপ রিডিং…

গো টু টপ