Tag archive

এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড

আধুনিক ইসলামিক ব্যাংকিংয়ের পথিকৃৎ প্রতিষ্ঠান এক্সিম ব্যাংক : ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া

ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া- এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী। তাঁর পিতার নাম হাজি মোহাম্মদ আরশাদ আলী এবং মাতার নাম হামিদা বেগম। মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৫৭ সালে জন্ম গ্রহণ করেন জনাব মোহাম্মদ হায়দার আলী। ইবরাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় তাঁর জীবনের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স, লন্ডন ইন্সটিটিউট অব টেকনোলজি অ্যান্ড রিসার্চ থেকে ম্যানেজমেন্ট এবং মার্কেটিং বিষয়ে এমবিএ এবং আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়া থেকে পি.এইচ. ডি. ডিগ্রি লাভ করেন। এছাড়া তিনি দ্য ইন্সটিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ থেকে ‘ব্যাংকিং ডিপ্লোমা’ উভয় পার্ট সম্পন্ন করেন এবং লন্ডন থেকে ‘ইসলামিক ব্যাংকিং এ- ইন্সুরেন্স’ বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা অর্জন করেন। ১৯৮৪ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এ প্রবেশনারী অফিসার হিসেবে ব্যাংকিং পেশায় যোগদান করেন। একজন আদর্শ ইসলামি ব্যাংকার হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। আজকের এই অবস্থানে অধিষ্ঠিত হওয়ার নেপথ্যে আল্লাহ মহানের রহমত ও সহযোগিতার পাশাপাশি তাঁর স্বপ্ন, যোগ্যতা এবং কঠোর-ঐকান্তিক পরিশ্রমই ছিলো মূল। ইসলামি ব্যাংকিং বিষয়ে লিখেছেন বেশ কিছু বই। ইতোমধ্যে তাঁর ‘এ হ্যন্ড বুক অব ইসলামিক ব্যাংকিং এন্ড ফরেন এক্সচেঞ্জ অপারেশন’ এবং ‘এ ওয়ে টু ইসলামিক ব্যাংকিং কাস্টমস এন্ড প্র্যাকটিস’ নামে দুটি মূল্যবান বই প্রকাশিত হয়েছে। জনাব হায়দার আলী মিয়া একজন বীর মুক্তিযোদ্ধাও। একটি বিনিয়োগবান্ধব ব্যাংক হিসেবে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড -এর রয়েছে দেশজোড়া সুনাম ও খ্যাতি। সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম পরিচালনায় বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে ব্যাংকটি। বাংলাদেশের ইসলামিক ব্যাংকিং ব্যবস্থাপনা, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড-এর নানাবিধ কার্যক্রম এবং বিশ্ব পরিমণ্ডলে ইসলামিক ব্যাংকিংয়ের বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ সম্পর্কিত নানান প্রসঙ্গ নিয়ে দীর্ঘ আলাপচারিতা হয় এক্সিম ব্যাংকস্থ তাঁর কক্ষ-কার্যালয়ে।


গ্লোবাল ইকোনমিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট হিসেবে পুননির্বাচিত হয়েছেন এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। সম্প্রতি ঢাকায় ফোরামের ২০১৫-১৬ মেয়াদের দ্বিবার্ষিক সাধারণ সভায় ২০১৭-১৮ মেয়াদের জন্য তাকে পুননির্বাচিত করা হয়। উল্লেখ্য, গ্লোবাল ইকোনমিস্ট ফোরাম জাতিসংঘের পরামর্শক সংস্থা হিসেবে অর্থনৈতিক উন্নয়ন কৌশলপত্র প্রণয়ন, ব্যবসা-বাণিজ্য উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে বিশ্বের ১৫৮টি দেশে কাজ করে থাকে।


কিপ রিডিং…

গো টু টপ