Tag archive

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশ

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের সদস্য হলো ব্যাংক আলফালাহ লিমিটেড

‘সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশ’-এর আমন্ত্রণের প্রেক্ষিতে ব্যাংক আলফালাহ্ লিমিটেড এক পত্রের মাধ্যমে সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড-এর সদস্যপদ লাভের জন্য তাদের আগ্রহের কথা জানায়। এর প্রেক্ষিতে ২০ মে, ২০১৭ ব্যাংক আলফালাহ্ লিমিটেডকে সাময়িক সদস্যপদ প্রদান করা হয়। এর মাধ্যমে দেশের ইসলামী শাখাধারী সকল ব্যাংক সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের পরিবারভুক্ত হলো। বর্তমানে ব্যাংক আলফালাহ্ লিমিটেড ১টি শাখার মাধ্যমে বাংলাদেশে ইসলামিক ব্যাংকিংসেবা প্রদান করছে।কিপ রিডিং…

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের ৩৬তম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে ‘সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশ’-এর ৩৬তম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়। বোর্ডের সম্মানিত চেয়ারম্যান অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী এতে সভাপতিত্ব করেন। সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের সম্মানিত উপদেষ্টা জনাব শাহ্ আব্দুল হান্নান, নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব এম আযীযুল হক এবং সেক্রেটারি জেনারেল জনাব একিউএম ছফিউল্লাহ্ আরিফসহ ২০টি সদস্যব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং শরীআহ্ সুপারভাইজরি কমিটি/কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্যসচিব/সচিবগণ উক্ত সভায় উপস্থিত ছিলেন।

সভায় বাংলাদেশে ইসলামী ব্যাংকিংয়ে শরী‘আহ্ পরিপালনসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তাছাড়া সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের ২০১৬ সালের বার্ষিক আয়-ব্যয়ের ব্যালেন্স শিট ও অডিট রিপোর্ট, ২০১৭ সালের বার্ষিক কর্মপরিকল্পনা এবং আয়-ব্যয় বাজেট অনুমোদিত হয়। বোর্ডের সদস্যপ্রতিষ্ঠানসমূহের সৌজন্যে বাংলাদেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোতে ‘ইসলামিক ব্যাংকিং চেয়ার’ প্রতিষ্ঠার সিদ্ধান্তও সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।


বোর্ডের সদস্যপ্রতিষ্ঠানসমূহের সৌজন্যে বাংলাদেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোতে ‘ইসলামিক ব্যাংকিং চেয়ার’ প্রতিষ্ঠার সিদ্ধান্তও সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।


কিপ রিডিং…

গো টু টপ